be2win
  • Home
  • SERVICES
    • Marketing Solution
    • HR & Consultency
    • Resource Management
    • Wedding Planning
    • Printing
  • VISA SERVICE
    • Asia >
      • UAE - Dubai
      • India
      • Singapore
      • Thailand
      • Malaysia
      • China
    • Europe >
      • Germany
      • France
  • About
    • The Team
    • Our Work
  • Jobs
  • Contact us
  • King's Kitchen

Give a Job  ... Get a Gob !

Current Vacancies 

পদ : কমিউনিটি শিক্ষক
পদের মোট সংখ্যা : ৮
প্রতিষ্ঠানের বর্ণনা :
একটি UK নিবন্ধিত দাতব্য প্রতিষ্ঠান এবং বাংলাদেশে নিবন্ধিত একটি আন্তর্জাতিক এনজিও।  প্রতিষ্ঠানটি স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক ব্যক্তি, সংগঠন ও সংস্থাগুলির সাথে অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালিত উদ্ভাবনী কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের সমাজ থেকে দারিদ্র্য, সামাজিক অবিচার এবং বঞ্চনা দূরীকরণে অবদান রাখতে চায়।
প্রকল্প: ডোরস্টেপ লার্নিং প্রকল্প
প্রকল্পের পটভূমি: ব্রিটিশ ফরেন স্কুল সোসাইটির আর্থিক সহায়তায়, গৃহকর্মী হিসেবে নিয়োজিত শিশুদেরকে সম্পৃক্ত করার জন্য এবং তাদেরকে সহায়তা করার জন্য ২০১৯ সালের জানুয়ারী থেকে শুরু করে ১৫ মাসের  একটি পাইলট প্রকল্প শুরু করতে যাচ্ছে।
প্রকল্পের উদ্দেশ্য: ডোরস্টেপ লার্নিং প্রকল্প গৃহের পরিবেশে কাজ করা শিশুদের জন্য মৌলিক শিক্ষা এবং জীবন দক্ষতা প্রদান করবে এবং পরিবার, নিয়োগদাতা ও বৃহত্তর সমাজকে সাথে নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করবে।
প্রকল্পের উদ্দেশ্য: ডোরস্টেপ লার্নিং প্রকল্প গৃহের পরিবেশে কাজ করা শিশুদের জন্য মৌলিক শিক্ষা এবং জীবন দক্ষতা প্রদান করবে এবং পরিবার, নিয়োগদাতা ও বৃহত্তর সমাজকে সাথে নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করবে।
প্রকল্পের আওতাধীন এলাকা: বাংলাদেশের সিলেট শহরের নির্দিষ্ট ওয়ার্ডসমূহ।
মূল দায়িত্ব:
প্রত্যেক কমিউনিটি শিক্ষককে যা করতে হবে:
১.    সিলেট শহরের চিহ্নিত ওয়ার্ডগুলিতে কমিউনিটি-ভিত্তিক যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে নিয়োগদাতা ও গৃহকর্মে নিযুক্ত শিশুদের মধ্যে সম্পৃক্ততা বৃদ্ধিতে সহায়তা করা।
২.   অংশগ্রহণকারী কর্মজীবী শিশুদের দক্ষতাসমূহের প্রাথমিক, গঠনমূলক এবং সামগ্রিক মূল্যায়ন।
৩.   প্রয়োজনীয় সকল উপস্থিতি, প্রোফাইলিং, অগ্রগতি, ট্র্যাকিং ও প্রগতির রেকর্ড সম্পন্ন করা এবং রেকর্ডগুলি হালনাগাদ রাখা নিশ্চিত করা।
৪.   শিশুদের কাজের জায়গায় অথবা স্থানীয়ভাবে সর্বসম্মত কোনো স্থানে শিশুদের জন্য নিয়মিতভাবে সাক্ষরতা, সংখ্যাজ্ঞান এবং জীবন দক্ষতা বিষয়ক অধিবেশন (১:১ অথবা ছোট ছোট দলভিত্তিক) চালানো।
৫.   সম্মতিপ্রদত্ত পাঠক্রম অনুসরণ করা এবং অধিবেশনগুলি মজার, আন্তরিকতাপূর্ণ, অংশগ্রহণমূলক, আকর্ষণীয়, ব্যক্তিগতকৃত এবং সামর্থ্যভিত্তিক করে তোলা নিশ্চিত করা।
৬.   চাহিদা অনুযায়ী দলীয় সভা, প্রশিক্ষণ ও সহায়তা কার্যক্রমে নিয়মিতভাবে যোগদান করা এবং সক্রিয় অবদান রাখা।
৭.   প্রকল্পের সফলতা নিশ্চিত করতে  মাঠ সমন্বয়কারী, প্রধান প্রশিক্ষক এবং শিক্ষাসুবিধা প্রদানকারী টিমকে সহায়তা করা।
 
প্রার্থীর যোগ্যতা
প্রার্থীকে দক্ষ, কঠোর পরিশ্রমী এবং উদ্যমী হতে হবে
১.    সুশীল সমাজ থেকে দারিদ্র্য, সামাজিক অবিচার এবং বঞ্চনা দূর করার জন্য সক্রিয়ভাবে অবদান রাখার ক্ষেত্রে এর লক্ষ্যসমূহের প্রতি অঙ্গীকারবদ্ধ।
২.   উপযুক্ত যোগ্যতাসম্পন্ন (কমপক্ষে এইচএসসি পর্যন্ত যোগ্যতা অপরিহার্য - সাথে শিক্ষকতার যোগ্যতা কাম্য)
৩.   শিশুদেরকে নিয়ে আনুষ্ঠানিক, অ-প্রথাগত বা ব্যক্তিগত টিউশন প্রদানের পরিবেশে শিক্ষকতা করার পূর্ব অভিজ্ঞতা (আবশ্যক)
৪.   সিলেট ও ​​স্থানীয় সিলেটী ভাষা সম্পর্কে চলনসই জ্ঞান ও বোধগম্যতা (আবশ্যক)
৫.   লোকজনের সাথে মেলামেশার এবং নিয়োগ ও প্রকল্পের বৃহত্তর লক্ষ্য অর্জনে সহায়তার জন্য যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের কাজের প্রস্তুত থাকা (আবশ্যক)
৬.   সুসংগঠিত, নির্ভরযোগ্য, বিবেচক হওয়া এবং রেকর্ড সংরক্ষণে ভালো দক্ষতা (আবশ্যক)।
রিপোর্ট করতে হবে: ফিল্ড কো-অর্ডিনেটর
কর্মঘন্টা : নমনীয়
বেতন ও বেনিফিট : দক্ষতা, অভিজ্ঞতা ও কর্মঘন্টার ভিত্তিতে প্রতি মাসে ৬০০০ টাকা থেকে ৮০০০.০০ টাকার মধ্যে।

​আমরা সমান সুযোগ প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু যেহেতু গৃহকর্মে জড়িত শিশুদের বেশিরভাগই মেয়েশিশু তাই, মহিলাদেরকে আবেদন করার জন্য বিশেষভাবে বলা হচ্ছে।
যোগাযোগ :
বি টু উইন ইনোভেশন, রিহম টাওয়ার, সুবহানীঘাট, সিলেট। +৮৮ ০১৭৪৮৪২৫৬২২
আবেদন করার জন্য, আপনি কেন এই পদের জন্য আগ্রহী এবং প্রার্থীতার আবশ্যকতাগুলি কীভাবে পূরণ করবেন তা সুস্পষ্টভাবে উল্লেখ করে (কমপক্ষে একটি A4 সাইজের কাগজের ২ পৃষ্ঠাজুড়ে) কভার লেটারসহ দয়া করে আপনার সিভি-র একটি কপি পাঠান।
Be2win Innovation Platform - be2win.bd@gmail.com
আবেদনের শেষ তারিখ ৪ই জানুয়ারী, ২০১৯

​পদ : মাঠ সমন্বয়কারী
পদের মোট সংখ্যা : ০১
প্রতিষ্ঠানের বর্ণনা :
একটি UK নিবন্ধিত দাতব্য প্রতিষ্ঠান এবং বাংলাদেশে নিবন্ধিত একটি আন্তর্জাতিক এনজিও।  প্রতিষ্ঠানটি স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক ব্যক্তি, সংগঠন ও সংস্থাগুলির সাথে অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালিত উদ্ভাবনী কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের সমাজ থেকে দারিদ্র্য, সামাজিক অবিচার এবং বঞ্চনা দূরীকরণে অবদান রাখতে চায়।
প্রকল্প: ডোরস্টেপ লার্নিং প্রকল্প
প্রকল্পের পটভূমি: ব্রিটিশ ফরেন স্কুল সোসাইটির আর্থিক সহায়তায়, গৃহকর্মী হিসেবে নিয়োজিত শিশুদেরকে সম্পৃক্ত করার জন্য এবং তাদেরকে সহায়তা করার জন্য ২০১৯ সালের জানুয়ারী থেকে শুরু করে ১৫ মাসের  একটি পাইলট প্রকল্প শুরু করতে যাচ্ছে।
প্রকল্পের উদ্দেশ্য: ডোরস্টেপ লার্নিং প্রকল্প গৃহের পরিবেশে কাজ করা শিশুদের জন্য মৌলিক শিক্ষা এবং জীবন দক্ষতা প্রদান করবে এবং পরিবার, নিয়োগদাতা ও বৃহত্তর সমাজকে সাথে নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করবে।
প্রকল্প এলাকা: সিলেট শহরের নির্দিষ্ট ওয়ার্ডসমূহ।
ডোরস্টেপ লার্নিং মাঠ সমন্বয়কারী যা করবেন:
১.     কমিউনিটিভিত্তিক যোগাযোগ, নেটওয়ার্কিং ও সাইট পরিদর্শনসহ প্রয়োজমাফিক নিয়মিতভাবে মাঠ পর্যায়ের কাজ করা, ডোরস্টেপ লার্নিং প্রকল্পের সাথে স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি নেতৃবৃন্দ, গৃহ, পরিবার এবং কর্মজীবী শিশুদের সক্রিয় অংশগ্রহণ ও সমর্থন নিশ্চিত করা।
২.     সিলেট শহরের অভ্যন্তরে চিহ্নিত ওয়ার্ডগুলিতে গৃহকর্মে নিযুক্ত শিশুরা ডোরস্টেপ লার্নিং প্রকল্পে জড়িত রয়েছে কিনা এবং তা থেকে সুবিধা লাভ করছে কিনা সেটি নিশ্চিত করা।
৩.     ডোরস্টেপ লার্নিংয়ের নিয়মিত ১:১ এবং/অথবা ছোট ছোট দলভিত্তিক অধিবেশনগুলির পরিকল্পনা ও পরিচালনায় সমন্বয় করা ও সহায়তা করা।
৪.     কমিউনিটি শিক্ষক দলকে সহায়তা করা এবং সকল প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়া ও অংশগ্রহণকারী শিশুদের দক্ষতার প্রাথমিক, গঠনমূলক এবং সামগ্রিক মূল্যায়ন, উপস্থিতি , প্রোফাইলিং, অগ্রগতি, ট্র্যাকিং ও প্রগতির রেকর্ডসহ প্রয়োজনীয় রেকর্ডপত্র হালনাগাদ রাখা নিশ্চিত করা।
৫.     সম্মতিপ্রদত্ত পাঠক্রমটি কমিউনিটি শিক্ষক কর্তৃক অনুসৃত হওয়া এবং অধিবেশনগুলি মজার, আন্তরিকতাপূর্ণ, অংশগ্রহণমূলক, আকর্ষণীয়, ব্যক্তিগতকৃত এবং সামর্থ্যভিত্তিক হওয়া নিশ্চিত করা।
৬.     কমিউনিটি শিক্ষক টিমের জন্য নিয়মিত ১:১ দলীয় সহায়তা অধিবেশন পরিকল্পনা ও পরিচালনা করা এবং প্রয়োজনমাফিক প্রশিক্ষণ পরিচালনা করা।
৭.     প্রকল্পের সফলতা নিশ্চিত করতে এবং এটি যাতে সম্মত সকল লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন করতে পারে সেজন্য UKBET, প্রধান প্রশিক্ষক ও কমিউনিটি শিক্ষক টিমের সাথে নিবিড়ভাবে কাজ করা।
৮.     চাহিদামাফিক সঠিক প্রতিবেদন ও রেকর্ডপত্র প্রদান করা।
৯.     স্বাস্থ্য ও নিরাপত্তা, শিশুদের নিরাপত্তা প্রদান এবং সমান সুযোগের নিরিখে UKBET নীতিমালা ও গাইডলাইন এবং সেক্টরের মানদণ্ড মেনে চলা নিশ্চিত করা এবং অংশগ্রহণকারী কোনো শিশুর কল্যাণ ও নিরাপত্তা বিষয়ে কোনো উদ্বেগ থাকলে প্রয়োজনমতো যেকোনো পদক্ষেপ গ্রহণ করা।
১০.   কর্মজীবী শিশুদের বাবা-মা/অভিভাবকের সাথে ফোনে এবং/অথবা সাক্ষাৎ করে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা এবং দরকারমতো সহায়তা ও সাইনপোস্টিং প্রদান করা।
১১.   সিলেট শহরের লক্ষিত এলাকাগুলির মধ্যে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি সংগঠিত ও পরিচালনা করা।
 
প্রার্থীর যোগ্যতা
প্রার্থীকে দক্ষ, কঠোর পরিশ্রমী এবং উদ্যমী হতে হবে
১.      শিক্ষকতা করার মানষিকতা সম্পন্ন কমপক্ষে স্নাতক ডিগ্রীধারী পুরুষ/মহিলা
৩.      মাঠ সমন্বয়ক হিসেবে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকলে অগ্রধিকার দেয়া হবে
৪.      আনুষ্ঠানিক এবং/অথবা অনানুষ্ঠানিক পরিবেশে শিক্ষক প্রশিক্ষণের এবং/অথবা শিখন কর্মসূচি সমন্বয়ের কাজের পূর্ব অভিজ্ঞতা (আবশ্যক)
৫.      শিশুদেরকে নিয়ে আনুষ্ঠানিক এবং/অথবা অনানুষ্ঠানিক পরিবেশে শিক্ষাদানের পূর্ব অভিজ্ঞতা (আবশ্যক)
৬.      সিলেট ও স্থানীয় সিলেটী ভাষা সম্পর্কে চলনসই জ্ঞান ও বোধগম্যতা (আবশ্যক)
৭.      লোকজনের সাথে মেলামেশা ও নেটওয়ার্ক গড়ে তোলার দক্ষতা (আবশ্যক)
৮.      সুসংগঠিত, নির্ভরযোগ্য, বিবেচক হওয়া এবং রেকর্ড সংরক্ষণে ভালো দক্ষতা (আবশ্যক)।
 
রিপোর্ট করতে হবে: ব্যবস্থাপক প্রোগ্রাম সাপোর্ট
কর্মঘন্টা : পূর্ণকালীন, ৪০ ঘন্টা/ সপ্তাহ
বেতন ও বেনিফিট : দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলেআচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
আমরা সমান সুযোগ প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু যেহেতু গৃহকর্মে জড়িত শিশুদের বেশিরভাগই মেয়েশিশু তাই, মহিলাদেরকে আবেদন করার জন্য বিশেষভাবে বলা হচ্ছে।
যোগাযোগ :
বি টু উইন ইনোভেশন, রিহম টাওয়ার, সুবহানীঘাট, সিলেট। +৮৮ ০১৭৪৮৪২৫৬২২
আবেদন করার জন্য, আপনি কেন এই পদের জন্য আগ্রহী এবং প্রার্থীতার আবশ্যকতাগুলি কীভাবে পূরণ করবেন তা সুস্পষ্টভাবে উল্লেখ করে (কমপক্ষে একটি A4 সাইজের কাগজের ২ পৃষ্ঠাজুড়ে) কভার লেটারসহ দয়া করে আপনার সিভি-র একটি কপি পাঠান।
Be2win Innovation Platform - be2win.bd@gmail.com
আবেদনের শেষ তারিখ ৪ই জানুয়ারী, ২০১৯
Picture
Rahim Tower, Subhanighat, Sylhet, Bangladesh

    Subscribe Today!

Submit

Contact Us

Location

  • Home
  • SERVICES
    • Marketing Solution
    • HR & Consultency
    • Resource Management
    • Wedding Planning
    • Printing
  • VISA SERVICE
    • Asia >
      • UAE - Dubai
      • India
      • Singapore
      • Thailand
      • Malaysia
      • China
    • Europe >
      • Germany
      • France
  • About
    • The Team
    • Our Work
  • Jobs
  • Contact us
  • King's Kitchen